দুই বাংলায় প্রশংসিত শাকিব

মিনার, ছবিঘর, উর্বশী, রুপালি, ইসলামপুর, বেথবেরিয়া, চিত্রবাণী, বাগনান, শিবানী, বাণী-জয়নগরসহ পশ্চিমবঙ্গের ৮০টি সিনেমা হলে এবারের ঈদে মুক্তি পায় ঢালিউড কিং শাকিব খানের নতুন ছবি ‘ভাইজান এলো রে’। জয়দীপ মুখার্জির পরিচালনায় নতুন এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। কিং খানের এবারের লড়াইটা শুধু দেশে ছিল না, লড়াই করেছেন দেশের বাইরেও। এবার ঈদে একই সময়ে জিতের ‘সুলতান দ্য সেভিয়ার’ এবং বলিউডের জনপ্রিয় তারকা সালমান খানের ‘রেস থ্রি’ এর মতো ছবি মুক্তি পাওয়ার পরও ‘ভাইজান এলো রে’ ছবিটি থেকে বেশ সাড়া পাচ্ছেন শাকিব খান। ক্রিকেটে যেমন সাকিব আল হাসান এ দেশের জন্য সুনাম বয়ে এনেছে, তেমনি শাকিবও বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। ঈদের ছবি ‘ভাইজান এলো রে’ এবার বেশ বড় পরিসরে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে।

পুরো কলকাতা শহর ছেয়ে গেছে শাকিব খানের ছবির পোস্টারে। অন্যদিকে এবারের ঈদে বাংলাদেশে শাকিব অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’ ও ‘পাঙ্কু জামাই’ নামের তিনটি ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে ‘সুপার হিরো’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবি দুটি থেকে বেশি সাড়া পেয়েছেন শাকিব। ঈদের ছবির প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান বলেন, এবারের ঈদের সময়টা বেশ ভালোই কেটেছে। দুই বাংলাতেই নতুন ছবি মুক্তি পেয়েছে। আর দুই বাংলায় দর্শকের প্রশংসা পেয়েছি। ওপার বাংলায় দর্শকরা ‘ভাইজান এলো রে’ ছবিটি বেশ পছন্দ করেছে। ছবিটি মুক্তি পাওয়ার দিন থেকেই বেশ সাড়া পাচ্ছি। বিশেষ করে পুরো কলকাতা শহর আমার ছবির পোস্টারে ভরে গেছে। এটা দেখে মনটা ভরে গেছে আমার। অন্যদিকে আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ও উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটি থেকেও বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে ভালো কাজের কোনো বিকল্প নেই। প্রতিনিয়ত দর্শকদের ভালো কাজই উপহার দেয়ার চেষ্টা করছি। এদিকে কয়েকদিন পরই শাকিব খান চারটি নতুন ছবির খবর জানাবেন। খুব শিগগির এই চারটি নতুন ছবির মহরত অনুষ্ঠিত হবে। এর বাইরে শাকিব খান জুলাইয়ের প্রথম সপ্তাহে তার নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর গানের শুটিংয়ে থাইল্যান্ড যাবেন বলে জানিয়েছেন। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বুবলী।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com