রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১০

রাঙামাটির নানিয়ারচরে পাহাড় ধসে ১০জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার পৃথক তিনটি স্থানে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। নানিয়ারচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চারজন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চারজন এবং হাতিমারা এলাকায় দুইজন মারা গেছেন।

তবে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ দুটি পাহাড় ধসের ঘটনায় আটজনের মৃত্যুর তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘পাহাড় ধসে দুই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করেছি। আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com