কুমিল্লায় বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। শনিবার ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত দুই যাত্রী পুরুষ বলে নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি শনিবার ভোর সাড়ে ৪টায় সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় আরও ২০ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।