খুলনায় আরও ১জনের করোনায় মৃত্যু, একদিনে শনাক্ত ৫৮জন
করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে হালিম ফকির(৬২) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার তেরখাদা উপজেলার জয়সেনা এলাকার বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ১৮ আগষ্ট করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটায় তার মৃত্যু হয়। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়কারী ডা: শেখ মো: ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেন, মঙ্গলবার খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ৫৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে খুলনার ৩২জন, সাতক্ষীরার ১৮জন, বাগেরহাটের সাতজন এবং মাগুরার একজন রয়েছেন।
অপরদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ১৭ হাজার ৭৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ১২ হাজার ৬৬৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩শ’ জন।