খুলনায় একদিনে ৩৫ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ২৮৩টি নমুনা পরীক্ষার পর ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে খুলনার ১৯জন, বাগেরহাটের চারজন, সাতক্ষীরার নয়জন, যশোরের একজন এবং পিরোজপুরের দু’জন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেন, শুক্রবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২০ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ১৬ হাজার ১৫২জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৫৬জন।