খুলনায় করোনায় ও উপসর্গে দুই জনের মৃত্যু, শনাক্ত ৬৯
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে শুক্রবার দুপুরে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসমিন হেনা(৪৮)। তিনি নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন সবুজবাগ এলাকার আব্দুল লতিফের স্ত্রী। শুক্রবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
করোনা হাসপাতালের সমন্বয়কারী ডা: শেখ মো: ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ইয়াসমিন হেনা করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ আগষ্ট খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সন্দেহ ওয়ার্ডে শুক্রবার সকাল সাড়ে নয়টায় এমদাদুল(৫০) নামের এক ব্যক্তির করোনার উপসর্গে মৃত্যু হয়েছে। তিনি নড়াইল সদর থানাধীন মহেশখোলা এলাকার শেখ ইশারাতের পুত্র। করোনার উপসর্গ নিয়ে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় খুমেক হাসপাতালের ওই ওয়ার্ডে ভর্তি হন। খুমেক হাসপাতালের করোনা সন্দেহ ওয়ার্ডের মুখপাত্র ডা: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার নমুনা নেয়া হয়েছে হাসপাতাল সূত্রে জানা যায়।
অপরদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ বলেছেন শুক্রবার খুলনা পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষার পর ৬৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৫০জন, বাগেরহাটের ১৩জন, সাতক্ষীরার দু’জন, নড়াইলের দু’জন, গোপালগঞ্জের একজন এবং ঝালকাঠির একজন রয়েছেন।