খুলনায় ১০দিন পর স্বস্তির বৃষ্টি

টানা দশ দিন পর অবশেষে খুলনায় স্বস্তির বৃষ্টি নামে গতকাল। বৃষ্টির ফলে জনমনে প্রশান্তি নামে। দুপুরের আগে এক ঘন্টার বৃষ্টিতে টানা এক সপ্তাহের দাবদাহের অবসান হয়। এসময় নগরীর অনেক রাস্তায় পানি জমে। রয়েল হোটেল মোড়সহ নগরীর কয়েকটি সড়কে এসময় পানি জমে যায়। আবহাওয়া বিভাগ জানায়, খুলনায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামী দুইদিনে আরও বৃষ্টিপাত ঘটতে পারে। এদিকে গতকাল খুলনায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯মিলিমিটার। বরিশাল ছাড়া দেশের অন্যান্য বিভাগে গতকাল বৃষ্টিপাত কমেছে। এখন থেকে আগামী এক সপ্তারে মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com