খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

খুলনা নিউজ ডেস্কঃ খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আজ সোমবার সম্পন্ন হয়েছে। কার্যনির্বাহী কমিটির ৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৭টি প্রদে প্রতিনিধিগণ ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে শেখ শাহিদুল হক সোহেল ও জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাজিবুল হাসান ও আশরাফুল হক প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সমিতির সদস্যগণ ভোট প্রদান করেন শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছে।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com