খুলনা পিসিআর ল্যাবে একদিনে ১৬ জনের করোনা শনক্ত
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২৮৩টি নমুনা পরীক্ষার পর ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার আটজন, যশোরের চারজন, মাগুরার দু’জন, ঝিনাইদহের একজন এবং সাতক্ষীরার একজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ২২ হাজার ৯৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২১ হাজার ৭৭৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪০৭জন।