খুলনা ল্যাবে একদিনে ২২ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল ২৮২টি নমুনা পরীক্ষার পর ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে খুলনার ১৬জন, বাগেরহাটের তিনজন, সাতক্ষীরার একজন, যশোরের একজন এবং নবাবগঞ্জের একজন রয়েছেন। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: রাশেদা সুলতানা বলেছেন, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বিভাগের ১০ জেলায় সর্বমোট ২৩ হাজার ৮৬৩জনের করোনাভাইরাস পজেটিভ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন ২২ হাজার ৪৬২জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪১৯জন।