জিম্বাবুয়ে সিরিজে টেস্ট অধিনায়ক মাহমুদুল্লাহ
হাতের চোটের কারণে সাকিব আল হাসান খেলার বাইরে। আর সাকিবের অনুপস্থিতিতে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের টেস্টে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের হাতে দুইটি পছন্দ ছিল। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। ক্রিকেট অপারেশন্স কমিটি আমাকে মুশফিকের নাম বলেছে। আমার পছন্দ মাহমুদুল্লাহ। কারণ আমি তাদের বলেছি, মুশফিককে অধিনায়ক করা হলে তাকেই অধিনায়ক রাখতে হবে।
সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলে তখন কি হবে? আমি কি আবারও মুশফিককে নেতৃত্ব ছাড়তে বলবো? এটা তার প্রতি অসম্মান হবে, আমি এটা চাই না।’ এর আগে মুশফিকের কাছ থেকে টেস্ট নেতৃত্ব ওঠে সাকিবের কাঁধে। এটা জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল বলে স্বাীকার করেন পাপন। তিনি বলেন, ‘মুশফিকের সামর্থ্য নিয়ে কোনো দ্বিধা নেই। সে সফল অধিনায়ক ছিল। তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নেয়া আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তের একটি। দ্বিতীয়টি হলো সাকিবের শাস্তি। আমার জন্য এর চেয়ে কঠিন আর কিছু ছিল না।’ মিরপুরে আগামী ২১শে অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পরবর্তী দুই ম্যাচ হবে চট্টগ্রামে যথাক্রমে ২৪ ও ২৬শে অক্টোবর। সিলেটে আমাগী ৩’রা নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। আর ঢাকায় দ্বিতীয় টেস্ট ১১ই নভেম্বর থেকে।