ঝিনাইদহে অস্ত্র ও মাদকসহ আটক ৩
ঝিনাইদহে অস্ত্র, গুলি ও মাদকসহ তিনজনকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। বুধবার রাতে চুয়াডাঙ্গা শহরের রেল লাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হচ্ছেন, রেল কলোনি এলাকার আল আমিন শেখের স্ত্রী সুফিয়া বেগম (৫৫), তার ছেলে হাসিব উদ্দিন রকি (৩০) ও মেহেদ আল মাসুদের স্ত্রী সানজিদা সুলতানা বনি (২৮)।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে সহকারী পুলিশ সুপার (এসএসপি) গোলাম মোর্শেদ জানান, গোপন খবরের ভিত্তিতে রাতে চুয়াডাঙ্গা শহরের রেল কলোনি এলাকায় অভিযান চালায় তারা। এসময় ১ টি দোনালা বন্দুক, ২টি এয়ার গান, ৯ টি কার্তুজ, ৭৯ টি কার্তুজের খোলা, ৪ টি ধারালো অস্ত্র ও ১২০ বোতল ফেনসিডিলিসহ হাসিব উদ্দিন, সানজিদা সুলতানা বনি ও সুফিয়া বেগমকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন।
উদ্ধারকৃত অস্ত্র তারা সীমান্তে মাদক চোরাচালানে ব্যবহার করতেন বলে জানায় র্যাব।