দিল্লিকে হারিয়ে শীর্ষে পাঞ্জাব
আইপিএলের শীর্ষে চলে এল কিংস ইলেভেন পাঞ্জাব। চোটের জন্য গেইল খেলতে পারেননি। তারপরেও কিংস ইলেভেন পাঞ্জাব ৪ রানে হারিয়ে দিল দিল্লি ডেয়ারডেভিলসকে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পাঞ্জাব। আর ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে একেবারে শেষে থাকল দিল্লি।
শুরুতে ব্যাটিং করে পাঞ্জাব তুলেছিল ১৪৩/৮। করুণ নায়ার করেন ৩৪। লোকেশ রাহুলের ব্যাট থেকে এল ২৩। যুবরাজ সিং (১৪) আবার ব্যর্থ। ডেভিড মিলার করেন ২৬। দিল্লির সফল বোলার ছিলেন লিয়াম প্ল্যাঙ্কেট। তিনি ৩ উইকেট পান। ২টি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও আবেশ খান।
জবাবে ব্যাট করতে নেমে ঘরের মাঠে দিল্লি থামল ১৩৯/৮ রানে। শ্রেয়াস আইয়ার (৫৭) চেষ্টা করেছিলেন। কিন্তু তা দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। পৃথ্বী শ করেন ২২। রাহুল তেওয়াটিয়ার অবদান ২৪। গম্ভীর (৪), ম্যাক্সওয়েলরা (১২) ব্যর্থ। পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট পান অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত এবং মুজিব উর রহমান।