নগরীতে ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে মঙ্গলবার ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৭ বোতল ফেনসিডিল, ৫পিস ইয়াবা ট্যাবলেট এবং আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, সদও থানার দোলখোলা মোড় এলাকার মোঃ সোহরাব সরদার(৪৫), লবনচরা এলাকার মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেক(২১), খালিশপুর এলাকার মোঃ সাইদুল ইসলাম(৩০), খানজহান আলী থানার মোঃ ডালিম হাওলাদার (৪২) ও মোঃ হৃদয় হোসেন সরকার(২২)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।