প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ১৬৫ শিক্ষার্থী
২০১৬-১৭ শিক্ষাবর্ষে নিজ নিজ বিভাগ ও অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২ জনসহ মোট ১৬৫ জন শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।
মঙ্গলবার এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলিসহ ইউজিসির বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদেরকে ভাল ফলাফল করতে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে এই পদক দেয়া শুরু হয়।