ফুলতলায় গোয়েন্দা পুলিশের অভিযানে ট্রাকসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ২
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলতলা থানা এলাকা হতে সর্বমোট ৬০ বোতল ফেন্সিডিল, ১১ বোতল বিদেশী মদ, একটি হলুদ ও নীল রংয়ের ট্রাক, একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, দু’টি সিমেন্টের তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে রোববার বেলা পৌনে তিনটার দিকে এ অভিযান চালানো হয়।
ফুলতলা থানাধীন খুলনা-যশোর মহাসড়কের যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার মেইন গেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগের মো: রিপন বিশ^াস(৩৪) ও মো: সাগর মোল্ল্যা(২০)।
এ ব্যাপারের জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিঃ) সেখ কনি মিয়া বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।