বছরের প্রথম দিনে চার লাখ শিশুর জন্ম

২০১৯ সালের প্রথম দিন মঙ্গলবারে বিশ্বব্যাপী জন্ম নিয়েছে প্রায় চার লাখ শিশু। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতে। ভারতে মঙ্গলবার জন্ম নিয়েছে ৬৯ হাজার ৯৪৪ শিশু। ইউনিসেফের দেয়া তথ্যে এমনটি জানা গেছে।

ভারতের পরেই রয়েছে চীন। সেখানে মঙ্গলবার জন্ম নিয়েছে ৪৪,৯৪০ শিশু। তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া ২৫ হাজার ৬৮৫, চতুর্থ স্থানে পাকিস্তান ১৫ হাজার ১১২ এবং পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ১৩ হাজার ২৫৬। সারা বিশ্বে পহেলা জানুয়ারি মোট ৩ লাখ ৯৫ হাজার ৭২ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে ভারতেই জন্ম নিয়েছে ১৮ শতাংশ।

ভারতে ইউনিসেফের দূত ইয়াসমিন আলি হক টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া একটি সাক্ষাত্‍কারে জানিয়েছেন, ‘বহু সদ্যোজাতই এক বছরের বেশি বাঁচে না। কেউ কেউ তো জন্মের প্রথম দিনেও মারা যায়। নতুন বছরে আমাদের শপথ নিতে হবে, কোনও নবজাতক প্রসব সমস্যা অথবা সংক্রমণে মারা যাবে না।’

২০১৭ সালে সারা বিশ্বে ১০ লাখ শিশুর জন্মের প্রথম দিনেই মারা যায়, ২৫ লাখের মৃত্যু হয়েছিল জন্মের প্রথম মাসে। যদিও সদ্যোজাতের মৃত্যুর হার বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com