বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় এখন এমবাপে!

লিওলেন মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সময়ের সেরা দুই ফুটবলার বাজারমূল্যের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের মুকুট হারিয়েছেন আগেই। ২০১৭ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার চুক্তিতে পিএসজিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে এই তকমটা নিজের করে নিয়েছিলেন নেইমার। এবার এই ব্রাজিলিয়ান তারকাকেও হারাতে হলো মুকুটটা। নেইমারের কাছ মুকুটটা কেড়ে নিয়েছেন তারই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে। চুক্তিমূল্যের ভিত্তিতে এখনো নেইমারই বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। তবে বাজারমূল্যের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় এখন ১৯ বছর বয়সী এমবাপে।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিসের (সিআইইএস) সর্বশেষ সমীক্ষার ফলে উঠে এসেছে এটাই। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড-পজিশনের ভিত্তিতে খেলোয়াড়দের বর্তমান বাজার দর নিরূপণ করেছে সিআইইএস। ফরোয়ার্ড ক্যাটাগরিতে সবচেয়ে দামী তো বটেই, সব পজিশন মিলিয়েই বর্তমানে সবচেয়ে দামী এমবাপে। গবেষণার ফল বলছে, ফরাসি বিস্ময়বালকের বর্তমান বাজারমূল্য ২১৬.৫ মিলিয়ন ইউরো।

একমাত্র তার বাজারমূল্যই ২০০ মিলিয়ন ইউরোর ওপরে। সতীর্থ এমবাপেকে এক নম্বর জায়গটা ছেড়ে দিতে গিয়ে নেইমারকে নেমে যেতে হয়েছে ৩ নম্বরে। সিআইইএসের গবেষণা অনুযায়ী, পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বর্তমান বাজারমূল্য ১৯৭ মিলিয়ন ইউরো। ১৯৭.৩ মিলিয়ন ইউরো নিয়ে তার ঠিক ওপরে টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।

১৭৩ মিলিয়ন ইউরোর বাজারমূল্য নিয়ে তালিকার ৪ নম্বরে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ৫ নম্বরে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহো। তার বাজারমূল্য ১৭১.৩ মিলিয়ন ইউরো। তালিকার এ পর্যন্ত দেখে প্রশ্ন জাগতেই পারে, তাহলে মেসি-রোনালদোর জায়গা কোথায়? ১৭০.৬ মিলিয়ন ইউরো নিয়ে মেসি আছেন তালিকার ৬ নম্বরে। জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার রোনালদো শীর্ষ ১৫-তেই নেই!

বাজারমূল্যেল ভিত্তিতে আর্জেন্টাইন তারকা মেসির পরই আছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। তার বাজারদর ১৬৪.৬ মিলিয়ন ইউরো। ১৬৪.৩ মিলিয়ন ইউরো নিয়ে ৮ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু। টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড ডেলে আলির বাজারমূল্য ১৬৩.৪ মিলিয়ন ইউরো। যিনি আছেন ৯ নম্বরে। ১০ নম্বরে অ্যাতলেতিকো মাদ্রিদের আতোইন গ্রিজমান, তার বাজারমূল্য ১৫৭.৭ মিলিয়ন ইউরো।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com