বেনাপোলে র্যাবের হাতে ইয়াবাসহ একজন গ্রেফতার
র্যাব-৬, খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোরের বেনাপোল হতে ২২০পিস ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো: খানজাহান আলী স্বজন হাওলাদার(২৫)। তিনি বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৬এর মিডিয়া সেল জানায়, সোমবার রাতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।