ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নেপালের কাঠমান্ডুতে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে পারভেজ বাবুর শিষ্যরা।
এদিন ম্যাচের ১৭ মিনিটে পাত্রি হারসে শৈলেষের গোলে এগিয়ে যায় ভারত। পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। দারুণ আক্রমণাত্মক খেলেও নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে গোল পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরে তারা। এ সময় পেনাল্টি পায় বাংলাদেশ। আর স্পট-কিক থেকে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন আশিকুর রহমান।
এরপর ১-১ সমতায় খেলা শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে গোলকিপারের দারুণ দক্ষতায় জয় তুলে নেয় বাংলাদেশ।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। ওই ম্যাচের জয়ী দল ৩ নভেম্বরের ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে।