মাদকদ্রব্যসহ নগরীতে ১০জন গ্রেফতার
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৪২৫ গ্রাম গাঁজা এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০জনকে গ্রেফতার করা হয়েছে। কেএমপির সিটি স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, বাদশা খাঁন(৬০), আমির আলী(৩২), মোঃ সোহান(২১), মোঃ মাসুদ(২০), মোঃ ইব্রাহিম শেখ(৩৪), মোঃ রাকিব হোসেন বিপ্লব(২২), মোঃ নাসিম(৩০), মোসাঃ নাজমা বেগম পাখি(২৮), মোঃ জামাল শেখ(৩০) এবং মোঃ আনোয়ার হোসেন(৬০)।
এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নয়টি মাদক মামলা রুজু করা হয়েছে।