মাদক ব্যবসায়ীদের সহায়তার অভিযোগে ৫শিশু গ্রেফতার
মাদক ব্যবসায়ীদের সহায়তা করার অভিযোগে নগরীর টুটপাড়া জোড়াকল বাজার এলাকা থেকে রোববার ৫শিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মোঃ শামীম হাওলাদারের ছেলে মোঃ সাহিল (১৩), একই এলাকার নজরুল শেখের ছেলে মিরাজ শেখ (১৫), টুটপাড়া মেইন রোড এলাকার বাবু মোল্লার ছেলে মোঃ অন্তর (১৪), টুটপাড়া সরকার পাড়া এলাকার ইউনুস আলী খাঁ’র ছেলে মোঃ হাসান (১৫) ও লবণচরা মোক্তার হোসেন সড়কের ইসমাইল শেখের ছেলে রাসেল হোসেন অন্তু (১৪)। গ্রেফতারকৃতদের সংশোধনের জন্য নগরীর জাগ্রত যুব সংঘের (জেজেএস) শেল্টার হোমে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, মাদক ব্যবসায়ীরা তাদের অবৈধ ব্যবসা পরিচালনায় শিশুদের ব্যবহার করে তাদের সহায়তা নেয়। এমন ৫জন শিশুকে গতকাল গ্রেফতার করা হয়।