যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
যশোরে বাইসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শাকিল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে যশোর পুলের হাট মনিরামপুর রাজগঞ্জ সড়কের কুদলপাড়া ঝাওতলা এলাকায়৷ নিহত স্কুলছাত্র মনিরামপুর উপজেলার রহিতা কুদলাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও খেদাপাড়া পল্লিমঙ্গল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র৷ নিহত শাকিলের মামা মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল। পুলেরহাট রাজগঞ্জ সড়কের কুদলাপাড়া ঝাওতলা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি ধান বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়৷ খবর পেয়ে আহতাবস্থায় শাকিলকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে আনে৷
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লা আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন৷
এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবি জানান, এ মৃত্যুর ঘটনায় থানায় একটি জিডি হয়েছে৷নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে৷