যশোর-বেনাপোল সড়কে মিলল অজ্ঞাত লাশ
যশোর বেনাপোল সড়কের ধোপাখোলা বড় শিশু তলা থেকে অজ্ঞাত (২৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে ওই লাশ উদ্ধার করে নাভারণ হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। নাভারণ হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাজেন্ট পলিটন জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে ভোর ৫টায় যশোর বেনাপোল সড়কের সদর উপজেলার ধোপাখোলা বড় শিশু তলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক (২৮) বছর। নাম পরিচয় না পাওয়ায় লাশ ময়নাতদন্তে পাঠাতে দেরি হচ্ছে। তবে, স্থানীয়রা জানান, পুলিশের উদ্ধারকৃত লাশটি কথিত বন্দুকযুদ্ধে নিহত হতে পারে।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাবিবুর রহমান জানান, যশোর-বেনাপোল সড়কের হাইওয়ে রাস্তায় পড়েছিল। নাভারণ হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।