রবিবার থেকে শুরু বিসিবি `প্রেসিডেন্টস কাপ’

করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লেগেছে বিসিবি। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়েই খেলা শুরু করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির। তবে দুই দেশের রশি টানাটানিতে তা আর সম্ভব হয়নি। তবে বিসিবি প্রধান জানিয়েছিলেন ক্রিকেটারদের আর ঘরে ফেরাবেন না তিনি। তাইতো ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করে এরই মধ্যে দুই দিনের ‍দুটি প্রস্তুতি ম্যাচ খেলছেন তামিম-মুশফিকরা।

এবার ওয়ানডে ফরম্যাটও শুরু করতে যাচ্ছে বিসিবি। তিন দলের টুর্নামেন্ট আয়োজনের সবকিছু চূড়ান্ত হয়েছিল আগেই। শুধু আসরের নাম ঠিক করা বাকি ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের নাম বিসিবি চচচচচ কাপ।

৬ অক্টোবর মিরপুরে সভা করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। ওই দিনই ঘোষণা করা হয় তিন দলের স্কোয়াড। চূড়ান্ত করা হয় সূচি। তিন দলের আসরটি হবে ডাবল লিগ পদ্ধতির। একেকটি দল অপর দুই প্রতিপক্ষের সঙ্গে দুবার করে লড়াই সুযোগ পাবে। দল তিনটির নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। সব খেলাই শের-ই-বাংলা স্টেডিয়ামে।

সর্বশেষ ১১ মার্চ জ্বলেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের ফ্লাডলাইট। ঠিক সাত মাস পর আলোর ঝলকানি দেখা যাবে মাঠে। তিন দলের টুর্নামেন্ট শুরু হবে ১১ অক্টোবর। ফাইনাল ২৩ অক্টোবর। শিরোপা নির্ধারণী ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচারের ভাবনার কথা জানিয়েছে বিসিবি। সব ম্যাচই দিবা-রাত্রির। খেলা শুরুর সময় দুপুর দেড়টা। বৃষ্টির কথা মাথায় রেখে থাকছে রিজার্ভ-ডে।

টুর্নামেন্টের সকল খরচ বহন করবে বিসিবি। থাকছে না পৃষ্ঠপোষক। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান, ‘বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময়ই টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পন্সরও নেয়া হয়, এটা ঠিক। কিন্তু এই টুর্নামেন্টের জন্য আপাতত আমাদের যে পরিকল্পনা তাতে কোনো স্পন্সর নেই। এ ধরনের কোনো পরিকল্পনা আমরা এখন পর্যন্ত করিনি।’

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com