রাশিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩
রাশিয়ার মস্কোতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন। আহত হয়েছেন দু’জন। স্থানীয় সময় শুক্রবার সকালে মস্কো থেকে ১৮০ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভারতের বর্তমান পত্রিকার খবরে বলা হয়, ভিড় এড়াতে একটি মিনিবাস উল্টোদিকের রাস্তায় উঠে পড়ে। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি বড় বাস ধাক্কা মারে মিনিবাসটিকে।
নিহত ১৩ জনই ওই মিনিবাসের যাত্রী ছিলেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
পথ দুর্ঘটনার জন্য বদনাম রয়েছে রাশিয়ার। গত বছর পথ দুর্ঘটনায় রাশিয়াতে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।