রোটারী হাই ফ্লো নেজাল কেনেলা প্রকল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
রোটারি টিম ২০২০-২১ খুলনা এর পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় হাই ফ্লো নেজাল কেনেলা প্রকল্প বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাই ফ্লো নেজাল কেনেলা প্রজেক্টের চেয়ারম্যান ডাঃ সৈয়দ আবু সাঈদ। আলোচনা সভা পরিচালনা করেন রিজিয়ন চেয়ার মাহমুদুর রহমান কার্নি। এ সময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রজেক্টের সদস্য সচিব ও খুলনা প্রেসক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, খুলনার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ, সিভিল সার্জন অফিসের ডাঃ স্নিগ্ধা, প্রজেক্ট ট্রেজারার এস এম আতাহার আলী, জুম ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য রাখেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর এম রুবায়েত হোসনে, ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ব্যারিস্টার মুত্তাসিক বিল্লাহ ফারুকী, ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনী ইঞ্জি: এম এ ওয়াহব, পিডিজি সেলিম রেজা ও ইশতিয়াক জামান, ডিজিএসসি মাহি মহিউদ্দীন পলাশ, আশরাফুজ্জান নান্নু, টি আই এম নুরুল কবীর, ডিস্ট্রিক সেক্রেটারী তসলিম জামান নয়ন, কামরুল করিম বাবু প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মোল্লা মারুফ রশীদ, আল জামাল ভূইঁয়া, মাহমুদ হাসান সোহেল, আশিষ দে, নাজমুল হুদা চৌধুরী, পি পি রুমা নন্দী, পলাশ সাহা, মফিদুল ইসলাম টুটুল, বেগ রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ডাঃ সুদেব মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব পোর্ট সিটির সভাপতি কাওছার পারভেজ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং রোটারী ক্লাব খুলনা সিটি’র এসিস্টেন্ট গভর্ণর নাজমুল হুদা চৌধুরী সাগর এই প্রকল্পে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।