শাহজাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪ ওভারে ৯৬ রান!
বহু মরুঝড় দেখেছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। দেখেছে বহু ক্রিকেটারের ব্যাটিং তাণ্ডবও। কিন্তু বুধবার যে ঝড় উঠলো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তা আর কখনও দেখেনি দুনিয়া। আফগানিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ এদিন মাত্র ১৬ বলে অপরাজিত ৭৪ রান করেছেন। স্ট্রাইক-রেট ৪৬২.৫০!
কিন্তু আসল ঝড় শুরু হয় যখন ব্যাট করতে নামে রাজপুত। দলটির দুই ওপেনার শাহজাদ ও ব্র্যান্ডন ম্যাককালাম মিলে মাত্র ৪ ওভারে ৯৬ রান করে অবিশ্বাস্য এক জয় তুলে নেন। শাহজাদ ৮টি ছক্কা ও ৬টি চারে সাড়িয়ে অপরাজিত ছিলেন ৭৪ রানে। অন্যদিকে ম্যাককালাম ৮ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।
শাহজাদের ৭৪ রান টি-টেন ক্রিকেটের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। এদিন মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আফগান এই ব্যাটসম্যান, যেটিও টি-টেনে প্রথম।