সাকিবদের হারিয়ে আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই
আসর জুড়েই চেন্নাই সুপার কিংস বড় ধাঁধা হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মাঠে নামার আগে চেন্নাইয়ের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছিল সাকিব আল হাসানদের হায়দ্রাবাদ। লিগ পর্বে দুটি ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, তিনটিতেই হার হায়দ্রাবাদের। কিন্তু ফাইনালে সেই গল্পটা বদলাবে এই স্বপ্ন ছিল সাকিবদের। কিন্তু দিন শেষে গল্পটা সেই একই বিষাদের হয়ে থাকল ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের জন্য। হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা ঘরে তুললো চেন্নাই।
এর আগে ২০১০ ও ২০১১ সালে টানা দুটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। মুম্বাইয়ের পর দ্বিতীয় দল হিসেবে তিনবার আইপিএলে শিরোপার কৃতিত্ব দেখাল ধোনির নেতৃত্বাধীন দলটি।
এবারের আসরে হায়দ্রাবাদের বোলিং ইউনিট ছিল দুর্দান্ত। শুরুর দিকে স্বল্প পুঁজি নিয়েও অনেক ম্যাচই জিতে গেছে দলটি। লিগ পর্ব তারা শেষ করেছিল শীর্ষে থেকে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা বোলারদের পারফরম্যান্সে ভর করেই। চেন্নাইকে ১৭৯ রানের লক্ষ্য দেওয়ার পর তাই দুর্দান্ত একটা ম্যাচ আশা করেছিল সবাই। কিন্তু রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসানরা এদিন জ্বলে উঠতে পারলেন না।