দক্ষিণ আফ্রিকায় ১১ ট্যাক্সি ড্রাইভারকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় ১১ জন ট্যাক্সি ড্রাইভারকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার রাতে দেশটির কোয়া-জুলু নাটাল প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির এক পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, নিহতরা তাদের এক সহকর্মীর অন্ত্যেষ্টিক্রিয়া দেশে ফিরছিলেন। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুয়াতেং ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্য ওই ড্রাইভাররা একটি মিনিবাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত বন্দুকধারীরা তাদের ওপর অতর্কিত হামলা ও এলোপাথারি গুলি চালায়।

কোয়া-জুলু নাটালের পুলিশের মুখপাত্র জে নাইকার বলেছেন, গতকাল রাত ৮টার দিকে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি তারা গুয়াতেং ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সদস্য। ওই এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা আমরা জানার চেষ্টা করছি।

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় মিনিবাস ট্যাক্সি বেশ জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। লাভজনক রুটের আধিপত্য নিয়ে প্রায়ই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটে।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com