নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে খুলনা বিএনপি। এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, মাসের পর মাস চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা ও সবজির মূল্য আকাশচুম্বী হওয়ায় জনগণ দিশেহারা হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় নিম্ন আয়ের মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে। সবক্ষেত্রে চলছে লুটতরাজ, যেন দেখার কেউ নেই।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, সরকার দেশ চালাতে সবদিক থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্যপণ্যের মূল্য নিয়ে প্রশাসন নির্বিকার। সবাই যেন হাত পা গুটিয়ে বসে আছে। সরকার উন্নয়নের নামে গালভরা বুলি দিয়ে জনগণকে ধোকা দেয়া হচ্ছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গরীবের ডাল ৫০ টাকা থেকে ৭০ টাকা বৃদ্ধি, চিনি ৫০ টাকা থেকে বেড়ে ৫৭/৭০ টাকা, তেলের মূল্য, আলুর মূল্য সরকার নির্ধারণ করলেও তা’ কার্যকর হয়নি। মাছ মাংস, গরীবের ক্রয় ক্ষমতার বাইরে থাকায় সবজি দিয়েই খাবার চলছিল। কিন্তু বাজারে সবজি কেনারও পরিস্থিতি নেই। আমিষের ঘাটতি সবজির দামও আকাশচুম্বী হওয়ায় নিম্নআয়ের মানুষ ভীষণ কষ্টে আছে। সরকারের মনিটরিং না থাকায় অসৎ ব্যবসায়ীরা বেপরোয়া। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com