বিজিবি খুলনা ব্যাটালিয়নে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

বিজিবি খুলনা ব্যাটালিয়নের (বিজিবি ২১) উদ্যোগে বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া মালিকবিহীন বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বুধবার গোয়ালখালিস্থ বিজিবি দপ্তরে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান, পিবিজিএম, খুলনা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার মোঃ সিরাজুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ছোবল থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে। যেটা পরিবার থেকেই সম্ভব। বিজিবির পাশাপাশি সকল আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে আরো বেশী তৎপর হতে হবে।
এসময় গত বছরের ১৬ এপ্রিল থেকে এ বছর ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হওয়া ৪৫ হাজার ৮৪০ বোতল ফেন্সিডিল, ৩২ লিটার খোলা ফেন্সিডিল, ১ হাজার ৩০২ বোতল বিভিন্ন প্রকার মদ, ১১ কেজি গাঁজা, ৪ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৭৩ বোতল উইনসিরেক্স সিরাপ, ১ হাজার প্যাকেট বিভিন্ন প্রকার সিগারেট, ৫ হাজার ৭৫৫ প্যাকেট পাতার বিড়ি এবং ৩৩১ কেজি চা পাতা ধ্বংস করা হয়।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com