হিকভিশন খুলনা পার্টনার মিট ২০২২ অনুষ্ঠিত
খুলনার একটি অভিজাত রেস্তরায় গতকাল বিশ্বের ১ নম্বর ভিডিও সার্ভেইলেন্স ম্যানুফ্যাকচারার ‘হিকভিশন’- এর পার্টনার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। পার্টনারমিট প্রোগ্রামটি মূলত আয়োজন করা হয় খুলনা জোনের পার্টনারদের নিয়ে। সম্পূর্ণ অনুষ্ঠানটি বিভক্ত করা হয়েছিলো দু’টি অংশে। প্রথম অংশে অতিথিহিসেবে উপস্থিত ছিলো খুলনা জোনের ইন্সটলার এবং বিক্রয়কর্মীগণ; পরবর্তীঅংশে অতিথি হিসেবে উপস্থিত ছিলো খুলনা জোনের ডিস্ট্রিবিউশন পার্টনারগণ। নলেজ শেয়ারিং হিসেবে আলোচনা করা হয়েছিলো হিকভিশনের আপ-টু_ডেটপ্রযুক্তির নতুন নতুন প্রোডাক্ট নিয়ে। এছাড়াও ছিলো টেকনিক্যাল ট্রেইনিং এবংপ্রশ্নোত্তর পর্ব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিকভিশন এর সেলস ম্যানেজার, হেনরি ঝাও; রেজিওনাল সেলস ম্যানেজার, শাহারিয়ার মাহাবুব; এবং টেকলিক্যাল সাপোর্টম্যানেজার, ইমরান হোসেইন। হিকভিশন মনে করে আগামীর দিনগুলোতেসম্পর্ক অটুট রাখতে এবং একসাথে বহুদূর এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে উল্লেখ্যপার্টনার মিট ২০২২ অনুষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে।