নগরীতে দুস্থদের মাঝে খুলনা শিপইয়ার্ডের ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার অংশ হিসেবে চলমান বিধিনিষেধের কারণে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ। মহামারী করোনার কারণে সম্প্রতি সরকার কর্তৃক কঠোর লকডাউনে ঘোষণা করা হয়। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ণের লক্ষ্যে খুলনা শিপইয়ার্ড লিঃ কর্তৃপক্ষ কর্মহীন, দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে গতকাল বুধবার (১৪ জুলাই) সকালে নগরির সাত রাস্তা মোড়, ময়লা পোতা মোড়, শিববাড়ী মোড় ও ফেরীঘাট মোড় এলাকা এবং খুলনা শিপইয়ার্ড এর আশপাশ এলাকার কর্মহীন, দিন মজুর, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রান সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। কর্তৃপক্ষ অসহায় মানুষদের কাছে গিয়ে এ ত্রান সামগ্রী পৌঁছে দেন। ইতোপূর্বে গত ২৭ এপ্রিল এবং ০৬ মে ৬০০ দরিদ্র কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করেন খুলনা শিপইয়ার্ড লিঃ কর্তৃপক্ষ। এছাড়া ২০২০ সালেও করোনায় কর্মহীন মানুষের মাঝে একাধিকবার ত্রাণ বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরণের ত্রান বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন খুলনা শিপইয়ার্ড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম।

এডিটর-ইন-চিফ : মাহমুদ হাসান সোহেল
ব্যবস্থাপনা সম্পাদক : আবু বকর সিদ্দিক সাগর
নিউজরুম মেইল: khulnanews24@gmail.com এডিটর ইমেইল : editor@khulnanews.com
Khulna Office : Chamber Mansion (5th Floor), 5 KDA C/A, Jessore Road, Khulna 9100,
Dhaka Office : 102 Kakrail (1st Floor), Dhaka-1000, Bangladesh.
কপিরাইট © 2009-2020 KhulnaNews.com